Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০২৫

ইতিহাস

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (BFIDC) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। ১৯৫৯ সালের ৩ অক্টোবর তারিখে প্রণীত ৬৭ নম্বর অধ্যাদেশ অনুসারে এই কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। এটি দেশের অন্যতম প্রাচীন রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান। কর্পোরেশনের প্রধান কার্যালয় রাজধানী ঢাকার মতিঝিল বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবনে অবস্থিত।

বিএফআইডিসি-এর কার্যক্রম শুরু হয় ১৯৬০-৬১ অর্থবছরে কাপ্তাইস্থ কাঠ আহরণ প্রকল্পের মাধ্যমে। পরবর্তীতে ১৯৬১-৬২ অর্থবছরে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের রাবার চাষ ও এর উন্নয়ন কার্যক্রম বন বিভাগ থেকে কর্পোরেশনের নিকট হস্তান্তর করা হয়।


রাবার বিভাগ, সিলেট জোন

১৯৬৫ সালে ভাটেরা রাবার বাগান সৃজনের মাধ্যমে সিলেট জোনে কর্পোরেশনের রাবার চাষ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে:

  • ১৯৭১ সালে সাতগাঁও রাবার বাগান
  • ১৯৭৭ সালে রূপাইছড়া রাবার বাগান
  • ১৯৮০ সালে শাহজীবাজার রাবার বাগান সৃজন করা হয়।

এই চারটি বাগানের কার্যক্রম সমন্বয়ের জন্য ১৯৮২ সালে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ইছবপুর গ্রামে ৪.৯৮ একর জমি ক্রয়ের মাধ্যমে আঞ্চলিক দপ্তর স্থাপন করা হয়। পরে, ১৯৯৪ সালে এটিকে মহাব্যবস্থাপক কার্যালয় হিসেবে উন্নীত করা হয়।

বর্তমানে সিলেট জোন অফিস থেকে নিম্নোক্ত চারটি রাবার বাগানের প্রশাসনিক ও উৎপাদন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হয়:


১. ভাটেরা রাবার বাগান, কুলাউড়া, মৌলভীবাজার

১৯৬৫ সালে ২৮৬ একর সংরক্ষিত বনাঞ্চলে নার্সারি স্থাপন করে বাগানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাগানটির আয়তন প্রায় ২৪৬৭ একর। পূর্বে হাকালুকি হাওর, পশ্চিম-উত্তরে চা বাগান এবং ২ কিমি দূরে ভাটেরা রেলওয়ে স্টেশন এর ভৌগোলিক সীমারেখায় অবস্থিত বাগানটি ১০টি খণ্ডে বিভক্ত। কিছু অংশ জলমগ্ন ও খাসিয়া জনগোষ্ঠীর দখলে রয়েছে।


২. সাতগাঁও রাবার বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

এই বাগানটি শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত। এটি পার্শ্ববর্তী চা বাগান, খাসিয়া পুঞ্জি ও ভারতের ত্রিপুরা সীমান্তের নিকটবর্তী। বাগানটির ভৌগোলিক বৈচিত্র্য এবং পরিবেশগত অবস্থান একে বিশেষ গুরুত্ব প্রদান করেছে।


৩. রূপাইছড়া রাবার বাগান, বাহুবল, হবিগঞ্জ

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই বাগানটি দিনারপুর সংরক্ষিত বন রেঞ্জের অন্তর্গত। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাগানে ১৯৮৮-৮৯ সালে রাবার আহরণ শুরু হয় এবং তা ১৯৯৮-৯৯ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালিত হয়েছে।


৪. শাহজীবাজার রাবার বাগান, মাধবপুর, হবিগঞ্জ

১৯৭৯-৮০ অর্থবছরে বাগানটি প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান রঘুনন্দন রেঞ্জের উচাইল ব্লক এবং পাঁচানী সংরক্ষিত বনাঞ্চলে। বাগানটির মোট আয়তন ২১০৪ একর হলেও পরবর্তীতে ১৭ একর গ্যাস অনুসন্ধান প্রকল্পের জন্য হস্তান্তর করা হয়। বর্তমানে এর কার্যকরী এলাকা প্রায় ২০৪০ একর।


এইভাবে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, বিশেষ করে সিলেট জোনের রাবার বিভাগ, দেশের প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার ও বনভিত্তিক শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।