Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ সেপ্টেম্বর ২০২৪

এক নজরে

এক নজরে বিএফআইডিসি

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। ১৯৫৯ সনের ৩ অক্টোবর তারিখে প্রকাশিত ৬৭ নং অধ্যাদেশ বলে বর্তমান বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (BFIDC) প্রতিষ্ঠিত হয়। এটি দেশের অন্যতম প্রাচীন রাষ্ট্রায়ত্ত সংস্থা। এর প্রধান কার্যালয় ৭৩, মতিঝিল বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবনে অবস্থিত। ১৯৬০-৬১ সনে কাপ্তাইস্থ কাঠ (লগ) আহরণ প্রকল্পের মাধ্যমে বিএফআইডিসি’র যাত্রা শুরু হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯৬১-৬২ সালে বনবিভাগ হতে কর্পোরেশনের কাছে দেশের রাবার চাষ ও এর উন্নয়নের কার্যক্রম ন্যস্ত করা হয়।

 

কর্পোরেশনের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

১। দেশের প্রত্যন্ত অঞ্চল হতে বনজ সম্পদ যান্ত্রিক উপায়ে আহরণ।
২। কাঠ ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা।
৩। কাঠের টেকসই, সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ
৪। রাবার বাগান সৃজন।
৫। কাঁচা রাবার উৎপাদন ও বিপণন।
৬। কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন।
৭। জীবন-যাত্রার মান উন্নয়ন ও জাতীয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা।

 

পরিচালনা পদ্ধতিঃ

কর্পোরেশন পরিচালনার জন্য সরকারের অতিরিক্ত সচিব পদ মর্যাদার একজন চেয়ারম্যান ও যুগ্ম-সচিব পদ মর্যাদার তিনজন পরিচালক সমনবয়ে গঠিত একটি বোর্ড রয়েছে। চেয়ারম্যান পদাধিকার বলে বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বিএফআইডিসি, রাবার বিভাগ, সিলেট জোন, শ্রীমঙ্গল:
১৯৬৫ খ্রি. ভাটেরা রাবার বাগান সৃজনের মাধ্যমে সিলেট জোনে রাবার চাষ শুরু হয় এবং ক্রমান্বয়ে ১৯৭১ খ্রি. সাতগাঁও রাবার বাগান, ১৯৭৭ খ্রি. রূপাইছড়া রাবার বাগান এবং ১৯৮০ খ্রি. শাহজীবাজার রাবার বাগান সৃজন করা হয়। সিলেট জোনের ৪টি রাবার বাগান’কে নিয়ন্ত্রনের জন্য আঞ্চলিক অফিস হিসেবে ১৯৮২ খ্রি. ৪.৯৮ একর জমি ক্রয়ের মাধ্যমে সিলেট জোন দপ্তর স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৯৪ খ্রি. অত্র দপ্তরকে মহাব্যবস্থাপকের কার্যালয় হিসেবে রুপান্তর করা হয়। এই দপ্তরটি মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল উপজেলার প্রায় ৩ (তিন) কিলোমিটার উত্তরে মৌলভীবাজার সড়কের পাশ্র্বে ইছবপুর গ্রামে অবস্থিত। মহাব্যবস্থাপকের কার্যালয় হতে নিম্নোক্ত ৪টি রাবার বাগান পরিচালনা, উৎপাদন ও সার্বিক কার্যক্রম তদারকী করা হয় ।

বিএফআইডিসি, ভাটেরা রাবার বাগান, কুলাউড়া, মৌলভীবাজার:
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এর নিয়ন্ত্রনাধীন ভাটেরা রাবার বাগান, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ১নং বরমচাল ও ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের অন্তর্গত। বাগানটি কুলাউড়া থানা হেড কোয়ার্টার হইতে ২০ কি:মি: উত্তর পশ্চিমে অবস্থিত। বাগানের পূর্ব দিকে দেশের বৃহত্তম হাকালুকি হাওর এবং পশ্চিম-উত্তরে ও দক্ষিণে চা বাগান সমূহ অবস্থিত। বাগানের উত্তর পূর্ব দিকে ০২ (দুই) কিলোমিটার দূরে ভাটেরা রেলওয়ে স্টেশন অবস্থিত। ১৯৬৫ খ্রি. নার্সারী সৃষ্টির মাধ্যমে মোট ২৮৬.০ একর সংরক্ষিত বনাঞ্চল নিয়ে ভাটেরা রাবার বাগানের সূচনা করা হয়। এই পর্যন্ত ২৪৬৭.০ একর এলাকায় বাগান সৃজন করা হয়। বাড ব্যাংক জ্বালানী কাঠ, অফিস, কারখানা, আবাসিক এলাকা, পুকুর, রাস্তাঘাট, ১৫.০ একর, নার্সারী ৬.০ একর, পরিত্যক্ত অকেজো পেট্রোলবাংলা, জলমগ্ন জমি ৫৪.০ একর এবং ৩২৫.০ একর জমি খাসিয়া কর্তৃক জবরদখলীয় অবস্থায় আছে। বাগানটি হেড কোয়ার্টার হইতে বিক্ষিপ্ত ইছলাছড়া, মিশনটিলা ৯০.০ একর এলাকা সহ ৪৫৫.০ একর বাগান সম্পূর্ণ আলাদাভাবে অবস্থিত। ১০টি খন্ডে বাগানটি অবস্থিত।

বিএফআইডিসি, সাতগাঁও রাবার বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
বর্তমানে মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল থানায় অন্তর্গত সিন্দুরখাঁন ইউনিয়ন পরিষদ এলাকায় সাতগাঁও, আমরাইল, হুগলিয়া, শ্রীবাড়ী ও পারকুল চা বাগান এবং রশিদপুর সংরক্ষিত বনাঞ্চল ও খাসিয়া পুঞ্জি দ্বারা পরিবেষ্টিত রশিদপুর বন বিটের এক নাম্বার ও দুই নাম্বার কম্পার্টমেন্টের উঁচু পাহাড়ী এলাকায় বিএফআইডিসি, সাতগাঁও রাবার বাগান অবস্থিত। বাগানের দক্ষিণ প্রান্তে সীমানা বরাবর বাগানের সীমানা হতে তিন কিলোমিটার দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমন্তে অবস্থিত।

বিএফআইডিসি, রূপাইছড়া রাবার বাগান, বাহুবল, হবিগঞ্জ:
বিএফআইডিসি, রূপাইছড়া রাবার বাগানটি নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। হযরত শাহজালাল (র:) পূণ্যভূমি ঐতিহ্যবাহী সিলেট বিভাগের সাতগাাঁও, দিনারপুর সংরক্ষিত বন রেঞ্জের দিনারপুর অংশ, শায়েস্তাগঞ্জ বনরেঞ্জের (হবিগঞ্জ) অন্তর্গত বাহুবল থানাধীন পুটিজুরী বিটের অন্তর্ভুক্ত। ১৯৭৭ খ্রি. হতে বাগান সৃষ্টির কার্যক্রম শুরু হয়ে ১৯৮৫ খ্রি. শেষ হয়। ১৯৮৮-৮৯ খ্রি. বাগানে রোপিত রাবার গাছ হতে উৎপাদন আহরণ কার্যক্রম শুরু হয়। ১৯৯৮-৯৯ খ্রি. পর্যন্ত স্ব গৌরবে সুনামের সহিত উৎপাদন আহরণ কাজ চলছে।

বিএফআইডিসি, শাহজীবাজার রাবার বাগান, মাধবপুর, হবিগঞ্জ:
বাগান এলাকা হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় অবস্থিত। বাগানটি বন বিভাগের রঘুনন্দন রেঞ্জের উচাইল ব্লক এবং পাঁচানী একোয়ার্ড ফরেস্ট এলাকার অন্তর্ভুক্ত। বাগান এলাকা হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় অবস্থিত। বাগানটি বন বিভাগের রঘুনন্দন রেঞ্জের উচাইল ব্লক এবং পাঁচানী একোয়ার্ড ফরেস্ট এলাকার অন্তর্ভুক্ত। ১৯৭৯-৮০ খ্রি. শাহজীবাজার রাবার বাগান সৃষ্টির কার্যক্রম শুরু করা হয়। মোট বাগান এলাকার পরিমাণ ২১০৪.০ একর। পরবর্তীতে ১৭.০ একর এলাকা হবিগঞ্জ গ্যাস ফিল্ডকে গ্যাস ক‚পের জন্য হস্তান্তর করা হয়। বর্তমানে বাগান এলাকার পরিমাণ ২০৪০.০ একর এবং বাগান সংশ্লিষ্ট অন্যান্য এলাকার পরিমাণ ৪৭.০ একর।