Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ফেব্রুয়ারি ২০২৪

মহাব্যবস্থাপক এর জীবনবৃত্তান্ত

জনাব শোভন কান্তি সাহা ২১ এপ্রিল ২০২২ তারিখে বিএফআইডিসি, রাবার বিভাগ, সিলেট জোনের মহাব্যবস্থাপক হিসাবে যোগদান করেন। তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে সহকারী ব্যবস্থাপক (মাঠ) হিসাবে ১৫ ডিসেম্বর ২০০৮ তারিখে বিএফআইডিসি, সদর দপ্তর, ঢাকায় যোগদান করেন। বিএফআইডিসি’তে চাকুরিকালীন সময়ে তিনি হলদিয়া রাবার বাগান, চট্টগ্রামে সহকারী ব্যবস্থাপক (মাঠ) হিসাবে, ঢাকাস্থ রাবার বিক্রয় কেন্দ্রে বিক্রয় কর্মকর্তা হিসাবে, সাতগাঁও রাবার বাগান, শ্রীমঙ্গলে ব্যবস্থাপক হিসাবে, রাউজান রাবার বাগান, চট্টগ্রামে ব্যবস্থাপক হিসাবে, মধুপুরস্থ রাবার জোন দপ্তরে উপ-ব্যবস্থাপক (প্রশাসন) হিসাবে, রাঙ্গামাটিয়া রাবার বাগান ও ডাবুয়া রাবার বাগান, চট্টগ্রামে ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।

 

জনাব শোভন কান্তি সাহা বিএফআইডিসিতে যোগদানের পূর্বে বনবিভাগ ও FAO এর প্রকল্প কর্মকর্তা হিসাবে, আবুল খায়ের গ্রুপে MTO (Managemen Trainee Officer) হিসাবে, আকিজ পার্টিকেল বোর্ড-এ উৎপাদন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

 

জনাব শোভন কান্তি সাহা ফরিদপুর জিলাস্কুল থেকে মাধ্যমিক, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা থেকে উচ্চ মাধ্যমিক, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে Forestry & Wood Technology বিষয়ে স্নাতক এবং Forest Management এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। Eco Tourism and Biodiversity of Bangladesh এর উপর করা ২টি থিসিস পেপার যথাক্রমে- দেহরাদুন, ভারত ও করাচি, পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে।

 

ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।