Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০২৫

কার্যাবলি

বিএফআইডিসির সদর দপ্তর ও মাঠপর্যায়ের মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং অধীনস্থ রাবার বাগানসমূহের কার্যক্রম সরেজমিনে তদারকিই মহাব্যবস্থাপকের কার্যালয়, রাবার বিভাগ, সিলেট জোনের অন্যতম প্রধান দায়িত্ব। কার্যক্রমের স্বচ্ছতা ও ধারাবাহিকতা রক্ষার্থে অত্র দপ্তরের কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিচে তুলে ধরা হলো:

 

১। বাগানের মৌলিক কার্যক্রমের তদারকি ও বাস্তবায়ন:
অর্থনৈতিক জীবনচক্র শেষ হওয়া রাবার গাছ অপসারণ, নার্সারি সৃজন ও পরিচর্যা, পুনঃবাগান কার্যক্রম, উৎপাদনশীল গাছ হতে কষ আহরণ, কষ প্রক্রিয়াজাতকরণ এবং প্রক্রিয়াজাত রাবার (RSS) ঢাকাস্থ বিক্রয় কেন্দ্রে প্রেরণের মতো নিয়মিত কাজগুলো সরেজমিনে তদারকি করা হয় এবং সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করা হয়।

২। সম্পদ রক্ষণাবেক্ষণ ও সহায়তা প্রদান:
বাগানের জমি, স্থাপনা, যানবাহন, কারখানার যন্ত্রপাতি, রাস্তা-কালভার্টসহ অন্যান্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় এবং সদর দপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করা হয়।

৩। মানবসম্পদ ও প্রশাসনিক ব্যবস্থাপনা:
বাগানের স্থায়ী জনবল সংক্রান্ত প্রশাসনিক ও আর্থিক বিষয়াবলি (যেমন: সিপিএফ, গ্রাচুইটি, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি) অত্র দপ্তর হতে সরাসরি নিয়ন্ত্রণ করা হয়। এসব বিষয়ে বাগানসমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং সদর দপ্তরকে অবহিতকরণ করা হয়।

৪। আর্থিক বরাদ্দ ও আইনি বিষয়াবলি:
বাগান পর্যায়ের মামলা, জনবল সংক্রান্ত বিষয়াদি এবং প্রয়োজনীয় অর্থ সদর দপ্তর হতে ছাড়পত্রের ভিত্তিতে যথাযথভাবে বন্টন ও ব্যবস্থাপনা করা হয়।

৫। দাপ্তরিক যোগাযোগ ও সিদ্ধান্ত বাস্তবায়ন:
বাগানের যাবতীয় দাপ্তরিক পত্রাদি মহাব্যবস্থাপক দপ্তরের সুপারিশক্রমে সদর দপ্তরে প্রেরণ করা হয় এবং সদর দপ্তর কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ অত্র দপ্তরের তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হয়।